ফ্রান্সের উৎসবে নির্বাচিত ‘ওয়ানস আপন আ টাইম ইন ওয়ারী বটেশ্বর’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:২১
ছবি: সংগৃহীত
রাজীব রাফির প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়ানস আপন আ টাইম ইন ওয়ারী বটেশ্বর’ ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র উৎসব ক্লেমোঁ-ফেরঁ ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। উৎসবটি ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
চলচ্চিত্রটি শ্বাসরুদ্ধকর ভিজ্যুয়েল এবং নন-হিউম্যান দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান উয়ারী-বটেশ্বরের অদেখা জনপদ ও মানুষের গল্প বলেছে।
পরিচালনার পাশাপাশি এই ছবির গল্পও লিখেছেন রাজীব রাফি। প্রযোজনায় আছেন আশিক মোস্তফা এবং সহ-প্রযোজক আদনান আহমেদ। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ নিলয়, শৈলেন পল, সাবিকুন্নাহার কাঁকনসহ আরও অনেকে। এর আগে ২০১৯ সালে রাজীব রাফির লেখা চিত্রনাট্যে অং রাখাইনের ‘দ্য লাস্ট পোস্টঅফিস’ চলচ্চিত্র একই উৎসবে প্রদর্শিত হয়েছিল।
এফএটি