ছবি: সংগৃহীত
ঢালিউডের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি রনি রিয়াদ রশীদের সঙ্গে দীর্ঘ ১০ বছরের সম্পর্কের বিচ্ছেদের পর থেকে বিয়ে নিয়ে বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তিনি।
তবে ফারিয়া জানিয়েছেন, আপাতত বিয়ে নিয়ে মাতামাতি না করলেও চলবে। ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, ‘কয়েকদিন পর পর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয়, দেখতে মজাই লাগে। কিন্তু এখন একটু কাজ আর পড়াশোনা করতে চাই।’
২০২০ সালের মার্চ মাসে পারিবারিকভাবে বাগদান সেরেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আংটি বদল হলেও বছরখানেক পরেই তাদের সম্পর্কের ইতি ঘটে। এরপর থেকে ফারিয়া সিঙ্গেল জীবনযাপন করছেন এবং নতুন কোনো সম্পর্কে জড়াননি। বর্তমানে কাজ এবং পড়াশোনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।
এফএটি