Logo
Logo

বিনোদন

ভক্তদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন আল্লু অর্জুন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ২০:০০

ভক্তদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন আল্লু অর্জুন

ছবি: সংগৃহীত

দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন। একদিকে ‘পুষ্পা- ২’ সিনেমার ব্যাপক প্রশংসা, অন্যদিকে বিতর্কের মুখে সময় পার করছেন জনপ্রিয় এ অভিনেতা।  

রবিবার (২২ ডিসেম্বর) আল্লু অর্জুনের হায়দরাবাদের জুবিলি হাউসের বাড়ির সামনে একদল মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে আহত কিশোর শ্রী তেজের জন্য বিচারের দাবি জানিয়ে এক কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেন। বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ এ অভিনেতার বাড়িকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছেন এমন অভিযোগও পাওয়া গেছে।

অন্যদিকে, আল্লু অর্জুন সামাজিক মাধ্যমে তার ভক্তদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন এবং কোনও উসকানিমূলক পোস্ট বা আচরণ না করতে সতর্ক করেছেন। ঘটনাটিকে কেন্দ্র করে তেলেঙ্গানায় রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে, যেখানে কংগ্রেস ঘটনার নিন্দা করেছে এবং বিজেপি ও বিআরএস আল্লুর পাশে দাঁড়িয়েছে বলে জানা গেছে। 

এফএটি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর