দাম্পত্য জীবনের ভারসাম্যের গল্প বললেন ভিকি-ক্যাটরিনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ২০:২১
ছবি: সংগৃহীত
সম্প্রতি বিয়ের তিন বছর পূর্ণ করেছেন বলিউডের জনপ্রিয় দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। কর্মজীবনে ব্যস্ত থাকলেও সবসময় তারা একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় চলেন। ক্যাটরিনা শুধু একজন অভিনেত্রী নন, তিনি একজন সফল উদ্যোক্তাও বটে। তবে ভিকির পরামর্শে কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনকেও বেশ উপভোগ করছেন তিনি।
এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, ভিকি তাকে মাঝে মধ্যে কাজ থেকে বিরতি নেওয়ার পরামর্শ দেন। ক্যাটরিনা অতিরিক্ত দুশ্চিন্তায় ভুগলে ভিকিই তাকে শান্ত করেন।
ব্যবসার কাজের কারণে বর্তমানে ব্যস্ততার মধ্যেই দিন কাটান ক্যাটরিনা। সে ক্ষেত্রে অভিনয়, সংসার ও ব্যবসা তিন দিকে সমান ভাবে তাল মেলাতে যে পরিবারের সমর্থন পান, সে কথা জানাতে ভোলেননি অভিনেত্রী।
ভিকি বর্তমানে তার নতুন সিনেমা ‘লভ অ্যান্ড ওয়ার’এর কাজে ব্যস্ত। অন্যদিকে ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়। আগামীতে ফারহান আখতারের ‘জি লে জারা’ সিনেমাতেও থাকছেন ক্যাটরিনা কাইফ। তবে সিনেমার কাজ না থাকলে বলিপাড়ার আলো ঝলমলে জগৎ থেকে দূরে থাকতেই পছন্দ করেন বলে জানান বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী।
এফএটি