স্ত্রীর সাথে ছবি পোস্ট
‘সেই তুমি কে?’ জানালেন তাহসান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৮:৪১
অবশেষে স্ত্রীকে সামনে আনলেন তাহসান। ফেসবুকে স্ত্রীর সাথে ছবি পোস্ট করে তিনি লিখেছেন-
কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে
আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?
যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন
ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?
এমএইচএস