Logo
Logo

বিনোদন

জীবনের নতুন অধ্যায়ে পা দিচ্ছেন শবনম ফারিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১১:৩২

জীবনের নতুন অধ্যায়ে পা দিচ্ছেন শবনম ফারিয়া

ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়ার শুরুটা ছিল মডেলিং দিয়ে। এরপর বিভিন্ন নাটকে অভিনয় করে বেশ সুনাম কামিয়েছেন। কাজ করছেন বিভিন্ন ওটিটি কনটেন্ট সিরিজেও। তবে এসবের মাঝেই পড়াশোনা এবং চাকরির সঙ্গে যুক্ত হয়ে শোবিজ থেকে আলাদা করে নিয়েছিলেন নিজেকে। যদিও গত ঈদে এক নাটকে অভিনয়ের মাধ্যমে কামব্যাকের বার্তা দিয়েছিলেন তিনি।

এবার এই অভিনেত্রী পা ‍দিচ্ছেন জীবনের নতুন এক অধ্যায়ে। তবে কি বিয়ের পিঁড়িতে বসছেন শবনম ফারিয়া? না, এমন কিছু না। দেশের একটি টেলিভিশনের কমেডি অনুষ্ঠানে বিচারকের আসনে বসতে দেখা যাবে তাকে। নতুন পরিচয়ে দর্শকের সামনে আসতে পেরে বেশ আনন্দিত শবনম ফারিয়া। তার সঙ্গে আরও দুই বিচারক হিসেবে থাকবেন গুণী অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান। 

উল্লেখ্য, ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে সাজিন আহমেদ বাবুর ঈদের নাটক ‘ভারপ্রাপ্ত বউ’-এ। সেখানে তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম।

আতারা/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর