মার্কিন রেসলিং কিংবদন্তি রিক ফ্লেয়ারের সৎছেলে সেবাস্তিয়ান কিডারের মৃত্যু হয়েছে। গত ২৬ অক্টোবর দুপুরে জর্জিয়ার নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।
তবে কিডারের মা ও ফ্লেয়ারের সাবেক সঙ্গী ওয়েন্ডি বার্লো গণমাধ্যমকে জানান, তার ছেলে (২৬ অক্টোবর) আত্মহত্যা করেছে। তিনি বলেন, ‘আমি বিধ্বস্ত এবং হতবাক। আত্মহত্যার এই প্রবণতা তরুণদের মধ্যে মহামারির মতো ছড়িয়েছে। এটা মানসিক স্বাস্থ্যের মারাত্মক এক ঝুঁকি এখন পৃথিবীর জন্য।’
কিডার তার মৃত্যুর ঠিক আগে শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোর মধ্যে তাকে একটি গিটার হাতে নিয়ে রেকর্ডিং স্টুডিওতে বসে থাকতে দেখা যায়।
এদিকে কিডারের জন্মগত বাবা পল জানিয়েছেন, ছেলের কাছ থেকে প্রায় ৪টার দিকে (ঘটনার দিন) একটি বার্তা পেয়েছিলেন তিনি। মৃত্যুর প্রায় আগ মুহূর্তে পাঠানো হয়েছিল সেই বার্তাটি। অবশ্য মেসেজে কী লেখা ছিল, সে বিষয়ে কিছু প্রকাশ করেননি পল। তিনি জানান, ছেলের বার্তা পেয়ে জরুরি সেবা ৯১১ নম্বরে ফোন করেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। পুলিশ গিয়ে কিডারকে গুলিতে মৃত অবস্থায় পায়।
আতারা