Logo

বিনোদন

নির্মাতা রায়হান রাফীর বাবা মারা গেছেন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১০:৪০

নির্মাতা রায়হান রাফীর বাবা মারা গেছেন

জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফীর বাবা সিরাজ উদ্দিন চৌধুরী মারা গেছেন। রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক অভিনেতা-অভিনেত্রী। তারা এই নির্মাতার পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। 

অভিনেত্রী তমা মির্জা ফেসবুকে লিখেছেন, ‘রায়হান রাফীর আব্বু আমাদের মাঝে আর নেই। রাত ২টা ৩৪ মিনিটে ইউনাইটেড হাসপাতালে তিনি মারা গেছেন। আল্লাহ তাকে জান্নাত দান করুন। রাফী ও তার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।’

জানা গেছে, সিরাজ উদ্দিন চৌধুরীর জানাজা শেষে আগামীকাল (মঙ্গলবার) তাকে সিলেটের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

রায়হান রাফী পিতার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই শোক ও সমবেদনা জানিয়েছেন।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর