Logo

বিনোদন

ভারতীয় অভিনেতার স্ত্রীর ইসলাম গ্রহণ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৫:৪৩

ভারতীয় অভিনেতার স্ত্রীর ইসলাম গ্রহণ

ছবি : সংগৃহীত

ইসলাম গ্রহণ করেছেন ভারতীয় অভিনেতা ও ফিটনেস ট্রেনার সাহিল খানের স্ত্রী মিলেনা আলেকজান্দ্রা। 

রোববার ইনস্ট্রাগ্রামে অভিনেতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। 

ফটো ও ভিডিও শেয়ারিং অ্যাপটিতে নিজের আকাউন্টে সাহিল খান দু’টি ছবি ও একটি ভিডিও শেয়ার করেন। 

তার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, আমার স্ত্রী মিলেনা আলেকজান্দ্রা ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রার্থনা কবুল করুন। আমীন।’

এই ছবিটিও শেয়ার করেন সাহিল খান

স্ত্রীর ইসলাম গ্রহণের বিষয়টি শেয়ার করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। ভক্তরা তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানোর পাশাপাশি জীবনযাপনেও তাদের ইসলামি শিক্ষা ও অনুশাসন মেনে চলার পরামর্শ দেন।

বিএইচ/

 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর