Logo

বিনোদন

সাইফ আলিকে ছুরিকাঘাতের মূল হোতা গ্রেপ্তার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১২:৩২

সাইফ আলিকে ছুরিকাঘাতের মূল হোতা গ্রেপ্তার

বলিউড অভিনেতা সাইফ আলী খানকে মুম্বাইয়ের নিজ বাসায় ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার একদিন পর ব্যাপক তল্লাশী চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে আটক ব্যক্তিকে মুম্বাইয়ের বান্দ্রা থানায় নিয়ে যেতে দেখা গেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তার সম্পর্কে খুব বেশি কিছু জানাতে পারেনি।

সূত্র জানিয়েছে, ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তিকে বান্দ্রা রেলওয়ে স্টেশনের কাছে দেখা গেছে। পুলিশ ধারণা করছে, তিনি পালানোর আগে পোশাক পরিবর্তন করেছিলেন।

এ ঘটনায় অভিযুক্তদের খুঁজে বের করতে পুলিশ ২০টি দল গঠন করেছে।

বান্দ্রার ‘সৎগুরু শরণ’ ভবনে ছুরিকাঘাতের শিকার হন সাইফ আলি খান। বুধবার রাত আড়াইটার দিকে তাদের ঘরের ভেতর দেখা যায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে। গৃহকর্মীর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসেন সাইফ। এরপর সাইফের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে অজ্ঞাত ব্যক্তি দুই তিনবার ধারালো অস্ত্র দিয়ে অভিনেতাকে আঘাত করেন।

সাইফ আলী খানকে আহত অবস্থায় লীলাবতী হাসপাতালে নেওয়া হয়। জানা যায়, সাইফের শরীরের দুটি আঘাত গুরুতর। তার মেরুদণ্ডে রয়েছে ছুরির ভাঙা অংশ। প্রায় আড়াই ঘণ্টায় দুটি অস্ত্রোপচারের পর অভিনেতাকে শঙ্কামুক্ত ঘোষণা করেন চিকিৎসকেরা।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর