২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামল
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ২০:৩৯
ছবি: সংগৃহীত
২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো আজ। রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় পুরস্কার বিতরণের মাধ্যমে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এই উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বছর বাংলাদেশসহ ৭৫টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। বিকেল সাড়ে ৪টায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিরা।
রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই উৎসবে এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন ফিল্মমেকার বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বাংলাদেশে চলচ্চিত্র শিল্পের উন্নতি এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি। সেই সাথে পার্মানেন্ট ভেন্যু, নির্দিষ্ট বাজেট ও বছরব্যাপী কার্যক্রম পরিচালনার কথা জানান। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতি দেন ফারুকী।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। অনুষ্ঠান শেষে ঘোষণা করা হয় পুরস্কারজয়ী চলচ্চিত্রগুলোর নাম।
চিলড্রেন ফিল্ম সেকশনে ‘বাদল রহমান অ্যাওয়ার্ড’ পেয়েছে মিশেল লুকাভেস্কি পরিচালিত রাশিয়ান সিনেমা ‘হোয়্যার দ্য হোয়াইন ক্রান্স ডান্স’। স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে জোসেলিটো আলতারেজোস নির্মিত ফিলিপাইনের সিনেমা ‘দ্যা গার্ডিয়ান অফ অনার’। বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড জিতে নিয়েছে সৃজিত মুখার্জী পরিচালিত ভারতীয় সিনেমা ‘পদাতিক’।
উইমেন ফিল্মমেকার সেকশনে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে মলডোভা ও রাশিয়ার যৌথ প্রযোজনার সিনেমা ‘নট জাস্ট অ্যানি ডে’। একই বিভাগের বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড জিতে নিয়েছে বুলগেরিয়ার সিনেমা ‘স্কারলেট’। বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে ফ্রান্সের সিনেমা ‘হুইচ কামস ফ্রম সাইলেন্স’।
বাংলাদেশ প্যানোরামার ট্যালেন্ট সেকশনে ৩টি সিনেমা পুরস্কৃত হয়; সেকেন্ড রানারআপ সিনেমাটি মোবারক হোসাইন নির্মিত ‘পৈত্রিক ভিটা’। ফার্স্ট রানারআপ হয় আসিফ হামিদ পরিচালিত ‘ফুলেরা পোশাক পরে না’ এবং ফিফ্রেসি জুরি কর্তৃক প্রদত্ত বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডটি পায় মনন মুনতাকা নির্মিত ‘আ লেজি নুন’ এবং বেস্ট ফুল লেন্থ অ্যাওয়ার্ড পেয়েছে শঙ্খ দাসগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’।
এশিয়ান ফিল্ম কম্পিটিশন সেকশনের বেস্ট স্ক্রিপ্টরাইটার অ্যাওয়ার্ডটি পায় জাপানিজ সিনেমা। বেস্ট এক্ট্রেস অ্যাওয়ার্ডটি পান ধিমার জান্ডি অভিনীত ইরানি এবং তাজিকিস্তান প্রযোজিত সিনেমা মেলোডি। বেস্ট এক্টোর অ্যাওয়ার্ডটি জিতে নেন রায়ান সারলেক অভিনীত ইরানি সিনেমা সামার টাইম। বেস্ট ডিরেক্টর হিসেবে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পান তাবেস্তান ই হামান সাল।
এশিয়ান ফিল্ম প্রতিযোগিতায় বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড জিতেছেন চীনা চলচ্চিত্র পরিচালক হাওফেং জু এবং জুনফেং জু তাদের সিনেমা ‘ হান্ড্রেড ইয়ার্ড’-এর জন্য। বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে উজবেকিস্তানের সিনেমা ‘সানডে’।
এফএটি