Logo

বিনোদন

মঙ্গলবার বাড়ি ফিরবেন সাইফ আলী খান

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৫:১৯

মঙ্গলবার বাড়ি ফিরবেন সাইফ আলী খান

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী হামলার পর দ্রুত সুস্থ হয়ে উঠছেন সাইফ আলী খান। হাতে, ঘাড়ে ও মেরুদণ্ডের কাছে ছুরির আঘাতে ছয়টি ক্ষত সৃষ্টি হয় তার শরীরে। তবে সময় মতো চিকিৎসা পাওয়ার ফলে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার লীলাবতী হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন সাইফ।

জানা গেছে, সোমবার (২০ জানুয়ারি) সাইফের বয়ান রেকর্ড করবে পুলিশ। এর আগে তিনদিন তল্লাশির পর হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদকে গ্রেপ্তার করে পুলিশ।   

অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছেন, সাইফকে দীর্ঘ সময় বিশ্রামে থাকতে হবে। তার মেরুদণ্ডের খুব কাছে আঘাত পাওয়ায় নড়াচড়া করলে রক্তপাতের সম্ভাবনা রয়েছে। সংক্রমণের ঝুঁকিও রয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আড়াই ঘণ্টার অস্ত্রোপচারের পর সাইফের মেরুদণ্ডে আটকে থাকা ছুরির ফলা বের করা হয়। 

তবে বর্তমানে আগের চেয়ে ভালো আছেন অভিনেতা। প্রতিদিনের মতো আজও ছেলেকে দেখতে হাসপাতালে যান শর্মিলা ঠাকুর। সঙ্গে ছিলেন সাইফের ছোট দুই সন্তান তৈমুর এবং জেহ্ আলি খান এবং কারিনা কাপুর। 

এফএটি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর