ছবি: সংগৃহীত
বছরের শুরুতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে অভিনেত্রী রাফিয়াৎ রশিদ মিথিলার সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। এরপর ২০১৯-এর ডিসেম্বরে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা। দীর্ঘদিন কোনো সম্পর্কে জড়াননি তাহসান। তবে সম্প্রতি তিনিও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন ঘর বেঁধেছেন।
তবে তাহসান-মিথিলার সম্পর্কের ইতি ঘটলেও তাদের একমাত্র মেয়ে আয়রার অভিভাবকত্ব যৌথভাবেই পালন করছেন তারা। আয়রা অবশ্য বেশির ভাগ সময় থাকে মায়ের সঙ্গে।
কলকাতায় শ্বশুরবাড়ি হলেও মেয়েকে নিয়ে ঢাকায় থাকতেই পছন্দ করেন মিথিলা। নিজের কাজ ও মেয়ে আয়রার জন্যই এই সিদ্ধান্ত তার, জানিয়েছিলেন নিজেই। অভিনেত্রী বলেছিলেন, আফ্রিকায় একটা কথা আছে, ‘একটা বাচ্চাকে বড় করতে পুরো গ্রামের প্রয়োজন’। এটাই সত্যি।
আমি বলতে চাইছি বাচ্চা মানুষ করার ক্ষেত্রে পরিবারের সকলকে দরকার। মেয়েকে নিয়ে ভীষণ রকম সচেতন ও সাবধানী মিথিলা। সন্তান বড় করার ক্ষেত্রে মা-বাবা দু’জনের ভূমিকা আছে এমনটাই মনে করেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে মিথিলা বলেন, ‘আজকাল সন্তান বড় হলে বিদেশে চলে যায় পড়াশোনা করতে। তবে সন্তান বাইরে চলে গেল বাবা-মায়ের ভিতরে যে অসহায়তা কাজ করে সেটা প্রতি মুহূর্তে অনুভব করতে পারি। তাই মেয়েকে কখনও বিদেশে পাঠাতে চাই না।’
বিচ্ছেদের পরেও তাহসানের সঙ্গে বন্ধুত্ব রয়েছে বলে জানান মিথিলা। মিথিলার কথায়, ‘আমি আয়রাকে দেখতে পেলাম না। আমি আর তাহসান লড়াই করলাম, এই ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে।’ আমাদের কাছে মেয়ের অগ্রাধিকার সবচেয়ে বেশি, এমনটাই জানান মিথিলা।
এফএটি