ছবি: সংগৃহীত
সম্প্রতি মুক্তি পাওয়া নতুন গান ‘আমি তোমায় দিলাম’ নিয়ে আলোচনায় থাকা অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ আবারও শিরোনামে। গানটির প্রমোশনাল ইভেন্টে উপস্থিত হয়ে এক সাহসী ও মজাদার মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন তিনি ।
সুবাহ জানিয়েছেন, ‘৪০ বছর পার হলে আমি সুগার মাম্মি হতে চাই।’ এমন মন্তব্যের মাধ্যমে তিনি মজা করে বলেন, যারা সুগার মাম্মির ছেলে হতে চান, তারা চল্লিশের পর বুক দিতে পারেন।
তার এমন খোলামেলা মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছে। কেউ মজা হিসেবে নিয়েছেন, আবার অনেকেই এই সাহসী বক্তব্যকে প্রশংসা করেছেন। নেটিজেনরা বলছেন, সুবাহ সবসময় তার জীবনের বিষয়ে সৎ ও অকপটে কথা বলেন।
অভিনয়ে সুবাহর যাত্রা শুরু হয়েছিল ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে। তবে সাবেক ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন তিনি। এরপর গায়ক ইলিয়াসের সঙ্গেও তার সম্পর্ক ছিল, যা বেশিদিন টেকেনি। এই খোলামেলা মন্তব্যের মাধ্যমে আবারও সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে সুবাহ।
এফএটি