Logo

বিনোদন

জয়ার বাগানজুড়ে একাকিত্ব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৮:৫৪

জয়ার বাগানজুড়ে একাকিত্ব

ছবি : সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের অনুভূতি প্রকাশ করেন। সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে তার একটি পোস্ট ভক্তদের মনে নাড়া দিয়েছে। পোস্টটিতে জয়া লিখেছেন, ‘আমার বাগান জুড়ে আবেগ, মুহূর্ত, একাকিত্ব আর...।’

এই রহস্যময় এবং আবেগঘন কথাগুলো অভিনেত্রীর হৃদয়ের গভীরতা আর একাকিত্বের কথা ফুটিয়ে তোলেছে।  

পোস্টের সঙ্গে জয়া শেয়ার করেছেন একটি ছবিও। ছবিতে দেখা যায়, তিনি প্রকৃতির মাঝে একান্তে সময় কাটাচ্ছেন। 

তার এই পোস্ট ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ তার একাকিত্বের প্রতি সহমর্মিতা দেখিয়েছেন, আবার কেউ পোস্টের ব্যাখ্যা খুঁজে পেয়েছেন জীবনের গভীরতাকে।

মন্তব্যঘরে অ্যানিমাস সরকার লিখেছেন, ‘একাকিত্ব একটা শিল্প। এটা সবাই উপভোগ করতে পারে না। আমি কিন্তু ভীষণ উপভোগ করি আমার একাকিত্ব। আশা করি আপনি আমার থেকে বেশি উপভোগ করেন বা করতে পারেন। কিন্তু মলিন বদন দেখতে কেমন যেনো লাগছে। হাসিমাখা জয়া আহসান দেখতেই বেশি অভ্যস্ত।’

মিথিলা রহমান লিখেছেন, ‘আপনার প্রতিটি শব্দই যেন আমাদের হৃদয়ে ছোঁয়া দেয়। আপনি আমাদের অনুপ্রেরণা।’

আরেকজন লিখেছেন, ‘জীবনের গভীর অনুভূতি প্রকাশের জন্য প্রকৃতি সত্যিই সেরা জায়গা। জয়া, আমরা সবসময় আপনার পাশে আছি।’  

জয়া আহসান অভিনয়জগতে যেমন সাফল্যের শিখরে রয়েছেন, তেমনি তার জীবনের নানা রংও ভক্তদের কাছে আকর্ষণের বিষয়। নিজের আবেগ-অনুভূতি প্রকাশে বরাবরই সাহসী তিনি। তার পোস্ট যেন তার জীবনের গল্পের আরেকটি অধ্যায়। হয়তো তার কথায় লুকিয়ে রয়েছে ব্যক্তিগত জীবনের একাকিত্ব বা কাজের চাপের মাঝে হারিয়ে যাওয়া মুহূর্তগুলোর গল্প। 

ডিআর/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর