ছবি: সংগৃহীত
মুম্বাইয়ে অনুষ্ঠিত ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’র কনসার্টে অংশগ্রহণ করেছিলেন টলিউডের জনপ্রিয় দম্পতি শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী। এই কনসার্টের পর কলকাতায় ফিরে শুভশ্রী তার উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি জানান, রাজ এবং তিনিও ‘কোল্ডপ্লে’র বড় অনুরাগী। ২০১৫ সালে মুম্বাইয়ে তাদের আগের শোতে না যেতে পারলেও, এবার তাদের স্বপ্নপূরণ হয়েছে।
নিজের উচ্ছ্বাস প্রকাশ করে শুভশ্রী বলেন, ‘এটা ছিল একটি অসাধারণ অভিজ্ঞতা। শুধু ভিডিও দেখে এই ধরনের কনসার্টের মুগ্ধতা অনুভব করা যায় না।’ অভিনেত্রী বলেন, যারা সংগীত পছন্দ করেন, তাদের অবশ্যই একবার অন্তত কোল্ডপ্লে লাইভ অনুষ্ঠানের সাক্ষী থাকা উচিত।
কনসার্টের প্রধান প্রাপ্তি হিসেবে শুভশ্রী উল্লেখ করেন, ‘ব্যান্ডের সদস্যদের বিনয়ী আচরণ এবং তাদের কাজের সততা। খ্যাতির শীর্ষে থেকেও ব্যান্ডের সদস্যেরা যেভাবে মাটিতে পা রেখে চলেন, তা তার মন ছুঁয়েছে।’
কনসার্ট শেষে বেশ কিছুক্ষণ তারা চুপ থেকেছেন বলে জানান শুভশ্রী। এমনকি কলকাতায় ফেরার পথেও তারা এই অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেছেন। শুভশ্রী বলেন, ‘এই অভিজ্ঞতা ভুলতে পারব না আগামী বহু বছর।’
এফএটি