Logo

বিনোদন

বাবার মতো ছায়া কেউ দেয় না : জয়

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১০:১৬

বাবার মতো ছায়া কেউ দেয় না : জয়

ছবি: সংগৃহীত

আলোচিত ও সমালোচিত অভিনেতা এবং উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। বর্তমানে ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে ব্যাপক পরিচিত তিনি। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সরব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে নানা প্রতিকূলতার শিকার হলেও জয় তার কাজ এবং পরিবারের প্রতি দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সম্প্রতি বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন জয়।জয়ের শেয়ার করা পোস্টে তিনি বলেন, ‘বাবার মত ছায়া কেউ দেয় না। যেমন মায়ের মত মায়া অন্য কেউ দিতে পারে না। আমার ছায়া নেই কিন্তু এখনো মায়া আছে। যাদের মায়া এবং ছায়া দুটোই নেই তারা বাঁচে কীভাবে?’ এই পোস্টের সঙ্গে তিনি দুই ছেলের সঙ্গে তোলা একটি ছবি এবং বাবার সঙ্গে ক্যামেরাবন্দি হওয়া আরেকটি ছবি শেয়ার করেছেন।


জয়ের এই পোস্ট ভক্তদের আবেগপ্রবণ করেছে। একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘বাবার জন্য শ্রদ্ধা এবং দোয়া।’ আরেকজন তার নিজের দুঃখ শেয়ার করে লিখেছেন, ‘আমার বাবা মারা যাওয়ার ১৫ বছর হয়ে গেছে। এক মাস আগে মা ও মারা গেছে। আজ আমি একা। বড় অসহায়।’

জয়ের এই পোস্টে বাবা-মায়ের প্রতি সন্তানের অনুভূতি এবং ভালোবাসার গভীরতাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ। যা ভক্তদের মনেও গভীরভাবে দাগ কেটেছে।

এফএটি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর