Logo

বিনোদন

নিউইয়র্কে ২৭ শিল্পী ও কলা-কুশলী পেলেন ঢালিউড অ্যাওয়ার্ডস

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১২:৩৪

নিউইয়র্কে ২৭ শিল্পী ও কলা-কুশলী পেলেন ঢালিউড অ্যাওয়ার্ডস

নিউইয়র্কে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস পেয়েছেন দেশ ও প্রবাসের ২৭ জন শিল্পী-কলাকুশলী। শো টাইম মিউজিকের উদ্যোগে গত শনিবার (১৮ জানুয়ারি) ফ্লাশিং মিডোস করোনা পার্কের কুইন্স থিয়েটারের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে অংশ নিতে দেশ-বিদেশের একঝাঁক শিল্পী ও কলাকুশলী নিউ ইয়র্কে উপস্থিত হন। এবারের ঢালিউড অ্যাওয়ার্ডস আসরে সেরা অভিনেতা, অভিনেত্রী, সংগীতশিল্পী, নাট্যশিল্পীসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন শিল্পীরা। 

পুরস্কৃতরা হলেন, সেরা অভিনেত্রী (ওয়েব) দীঘি (গাইয়ান), সেরা অভিনেতা (ওয়েব ফিল্ম) মামনুন ইমন (মায়া), সেরা নাট্যঅভিনেত্রী সাফা কবির (বেড নং ৩), সেরা নাট্যঅভিনেতা জিয়াউল হক পলাশ (শেষমেশ), সেরা ওটিটি ওয়েব সিরিজ জিয়াউল ফারুক অপূর্ব (গোলাম মামুন), লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অমিত হাসান,সেরা লোক গায়ক বিন্দু কণা, অ্যাঙ্কন ল্যাসমেন, শ্রেষ্ঠ লালন গায়ক, লায়লা সেরা গায়ক (ইউএসএ) শামীম সিদ্দিকী, লিমন চৌধুরী, জারিন মাইশা, সেরা নাট্য অভিনেত্রী (মেগা সিরিয়াল) লামিমা লাম (ব্যাচেলর পয়েন্ট), নারী উদ্যোক্তা পুরস্কার ড. শাহজাদী পারভিন, অনুভা শাহীন হোসেন, মুনমুন হাসিনা বারী, ঢালিউড উদ্যোক্তা পুরস্কার নুরুল আমিন বাবু, নুরুল আজিম এবং মো. খলিলুর রহমান। 

এছাড়া, বিশেষ পুরস্কার হিসেবে সঙ্গীত শিল্পী হাসান ও সেলিম চৌধুরী পুরস্কৃত হন। 

শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর আলম খান বলেন, ‘আমাদের ধারাবাহিকতা রক্ষা করে ঢালিউডের ২৪তম আসর আশানুরূপভাবে সফল করতে সক্ষম হয়েছি। অনুষ্ঠানটি সফল করতে যেভাবে পরিকল্পনা করা হয়েছিল তা সার্থক হয়েছে। আগামীতেও বাংলা সংস্কৃতি ও বিনোদনপ্রেমীরা এভাবে ডাকে সাড়া দিয়ে আমাদেরকে আরো উৎসাহিত করবেন।’

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর