Logo

বিনোদন

সবার মন জয় করলেন সাইফকে হাসপাতালে নেওয়া সেই অটোচালক

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৮:১৩

সবার মন জয় করলেন সাইফকে হাসপাতালে নেওয়া সেই অটোচালক

ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের অটোচালক ভজন সিং রানা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাইফ আলী খানের জীবন রক্ষাকারী এই মানুষটি সেই রাতে গুরুতর আহত অবস্থায় সাইফকে হাসপাতাল পৌঁছে দেন। মধ্যরাতে, শুনশান রাস্তায় একমাত্র ভজন সিংয়ের অটোরিকশাই ছিল সাইফের ভরসা। তবে ভজন জানতেন না, রক্তাক্ত অবস্থায় তার অটোতে উঠে বসা ব্যক্তি সাইফ আলী খান।   

হাসপাতালে পৌঁছানোর পরেই ভজন জানতে পারেন, তার যাত্রী আসলে বলিউড তারকা। এরপর ভজনকে ধন্যবাদ জানাতে তার সঙ্গে দেখা করেন এবং তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেন সাইফ। অভিনেতা প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে তিনি ভজনের পাশে থাকবেন।  

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগেই সাইফ তার মা, বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সঙ্গেও ভজনের পরিচয় করিয়ে দেন। শর্মিলাকে পা ছুঁয়ে প্রণাম করেন ভজন। শর্মিলাও তাকে আশীর্বাদ করেন। ভজন জানিয়েছেন, সাইফ ও তার পরিবারের সঙ্গে দেখা করতে পেরে তিনি অত্যন্ত খুশি।

সেই রাতে সাইফের কাছে কোনো ভাড়া চাননি ভজন সিং । কারণ তিনি বুঝতে পেরেছিলেন সাইফ তখন আর্থিকভাবে প্রস্তুত ছিলেন না। সুস্থ হওয়ার পর সাইফ তাকে ডেকে বলেন, ‘আমাকে সময়মতো পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।’   

এফএটি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর