Logo

সারাদেশ

সাইফ আলী খানের ওপর হামলায় আটক ঝালকাঠির শেহজাদ

Icon

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ২১:০৮

সাইফ আলী খানের ওপর হামলায় আটক ঝালকাঠির শেহজাদ

ভারতের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় আটক হওয়া মুহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ বাংলাদেশের ঝালকাঠির নলছিটি উপজেলার রাজাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি নলছিটি থানার রুহুল আমিন ফকিরের ছেলে এবং একাধিক হত্যা মামলার আসামি বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।

শেহজাদের বিরুদ্ধে নলছিটি থানায় ও ঢাকায় হত্যা মামলা রয়েছে। তিনি এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। নলছিটিতে দায়ের হওয়া একটি হত্যা মামলার পরে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। পরিবারের সঙ্গেও তার কোনো যোগাযোগ ছিল না। 

নলছিটি থানার পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও শেহজাদের পরিবারের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

উপজেলার মোল্লারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম জানান, ২০১৭ সালে মোল্লাররহাট স্টিল ব্রিজের কাছে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক রফিকুল ইসলামকে হত্যার ঘটনায় রাজাবাড়িয়া গ্রামের মুহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে আসামি করা হয়। এ ঘটনার পরে সে এলাকা ছেড়ে চলে যায়। তিনি এলাকায় থাকাকালে ছিনতাই, চুরি ও মারামারির সঙ্গে জড়িত ছিল।

শেজাদের বাবা রুহুল আমিন ফকির জানান, আমাদের সঙ্গে শেজাদের কোনো যোগাযোগ নেই। শুনেছি সে ভারতে আটক হয়েছে। শেজাদ কবে, কীভাবে ভারত গেছে তা জানা নেই। খারাপ কাজ করলে, সে শাস্তি পাবে, এটাই কামনা করছি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, আমাদের কাছে এখনো কোনো বার্তা আসেনি। তবে শেজাদের বিরুদ্ধে নলছিটি থানায় ও ঢাকায় হত্যা মামলা রয়েছে। তিনি ছিনতাইয়ের সঙ্গেও জড়িত বলে পুলিশের কাছে রিপোর্ট রয়েছে।

শাহাদাত হোসেন মনু/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর