শুধুমাত্র জামা-জুতো রাখতে আলাদা ফ্ল্যাট কিনেছেন অভিনেতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১১:০৯
অভিনেতা ক্রুষ্ণা অভিষেক
অভিনেতা ক্রুষ্ণা অভিষেকের পোশাক ও জুতো সংগ্রহের প্রতি ভালোবাসা অনেকেরই জানা। তবে সম্প্রতি তিনি এক বিস্ময়কর তথ্য শেয়ার করেছেন, যা শুনে চোখ কপালে ওঠবে। কেবল নিজের জামা-জুতো রাখার জন্য আলাদা একটি ফ্ল্যাট কিনেছেন এই অভিনেতা!
এক সাক্ষাৎকারে ক্রুষ্ণা অভিষেক নিজেই এই কথা জানিয়েছেন। অর্চনা পুরান সিংয়ের ইউটিউব চ্যানেলে এসে ক্রুষ্ণা জানান, প্রতি ছয় মাসে তিনি তার জামা-কাপড় ও জুতো পরিবর্তন করেন এবং সেগুলো রাখার জন্য আলাদা জায়গা প্রয়োজন ছিল। এ কারণে তিনি একটি ফ্ল্যাট কিনে সেটি জামা-কাপড় ও জুতো রাখার স্থান হিসেবে ব্যবহার করছেন।
ক্রুষ্ণা বলেন, ‘প্রতি ছয় মাস পর আমি জামা-জুতো বদলাই, আর সেগুলো রাখার জন্য আলাদা ফ্ল্যাট কিনতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যখন আমি ছোট ছিলাম, তখন আমি মামা গোবিন্দার জামাকাপড় পরতাম। সেসময় আমি ভাবতাম, ডিএনজি ব্র্যান্ডটা মামা গোবিন্দা আর ডেভিড ধাওয়ান তৈরি করেছেন।’
প্রসঙ্গত, ডেভিড ও গোবিন্দা ১৯৯০ এবং ২০০০-এর দশকে সিনেপ্রেমীদের বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছিলেন। এর মধ্যে ছিল রাজা বাবু, কুলি নং ১, সাজন চলে শসুরাল, শোলা অউর শবনম, হিরো নং ১, কিঁউ কি ম্যায় ঝুট নেহি বোলতা, পার্টনার এবং বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ।
এটিআর/