শাহবাগে ইবতেদায়ি শিক্ষকরা
গুলি নয় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ১০ প্রতিনিধি যাবেন যমুনায়
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৪:২২
রাজধানীর শাহবাগে স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেডের পাশাপাশি গুলি চালানোর অভিযোগ করেন শিক্ষকরা। এতে বেশ কয়েকজন আহত হওয়ার দাবি করেছেন। এদিকে ১০ জনের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবনে যাবে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করতে চাইলে শাহবাগে তাদের আটকে দেয়। এরপর ব্যারিকেড ভেঙে যেতে চাইলে তাদের উপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
এ বিষয়ে ডিএমপি রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মীর আসাদুজ্জামান বলেন, এখানে গুলির কোনো ঘটনা ঘটেনি। তবে, ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যেতে চাওয়ায় জলকামান থেকে গরম পানি ও দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।
তিনি বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের মধ্য থেকে ১০ জনের একটি তালিকা দিতে বলা হয়েছে। ওই ১০ জনকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় যাবেন; তাদের দাবি-দাওয়া জানাতে।
এদিকে, শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। শাহবাগ এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য রয়েছেন। আন্দোলনকারীরা এক জায়গায় একত্রিত না থাকলেও শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
গত আট দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। কিন্তু তাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ না করায় গত শুক্রবার (২৪ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রাসহ স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণার দিয়েছিলেন তারা।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেছিল।
আন্দোলনকারীদের দাবি—
>> স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নিবন্ধন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করা
>> রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদরাসাগুলো মাদরাসা শিক্ষাবোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ
>> স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার আলাদা নীতিমালা
>> পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা, নীতিমালা-২০২৫ অনুমোদন
>> প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা করা
>> প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি খোলার অনুমোদন
এনএমএম/ওএফ/এনজে