Logo

বিনোদন

শুকায়নি ঘাড়ের ক্ষত, পুত্রের সঙ্গে হাস্যোজ্জ্বল সাইফ

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৭:০২

শুকায়নি ঘাড়ের ক্ষত, পুত্রের সঙ্গে হাস্যোজ্জ্বল সাইফ

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বলিউডে পা রাখতে চলেছেন ইব্রাহিম আলী খান। বড় পর্দায় অভিনয় না করলেও বেশ কিছু বিষয়েই সবসময় আলোচনায় থাকেন সাইফের বড় পুত্র। গত বুধবার ইব্রাহিমের বলিউডে আত্মপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেন করণ জোহর। এ আনন্দ উদ্‌যাপন করতেই কি তবে ক্যামেরার সামনে সাইফ? 

আহতের ঘটনার পর খুব একটা ক্যামেরার সামনে আসেননি সাইফ। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পুত্র ইব্রাহিমের সঙ্গে সাইফের একটি ছবি বেশ নজর কাড়ছে নেটিজেনদের। তবে এ ছবি তারা কেউ শেয়ার করেননি। ছবিটি শেয়ার করেছেন পোশাক শিল্পী দাবি বেনস গিল। 

দাবি বেনস গিলের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে সাইফ, ইব্রাহিম এবং দাবি একসঙ্গে হাসিমুখে ছবি তুলছেন। ছবিতে সাইফের ডান ঘাড়ে এখনও ব্যান্ডেজ দেখা গেছে। যা তার সাম্প্রতিক ছুরি হামলার ঘটনার কথা মনে করিয়ে দেয়। যদিও এ ছবি দেখে মনে হচ্ছে, এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ সাইফ। 

ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই অনুরাগীরা সাইফের দ্রুত সুস্থতার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। তবে সাইফ ও কারিনা তাদের দুই ছোট ছেলে, তৈমুর ও জেহর নিরাপত্তা নিয়ে চিন্তিত। ইতোমধ্যে তাদের বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সেই সাথে কারিনা পাপারাজ্জিদের অনুরোধ করেছেন তারা যেন শিশুদের ছবি তোলার জন্য চাপ না দেয়। এতকিছুর পরেও নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন সাইফ আলী খান ও তার পরিবার।  

উল্লেখ্য, ১৬ জানুয়ারি গভীর রাতে সাইফের মুম্বাইয়ের বাড়িতে এক অজ্ঞাত দুষ্কৃতী প্রবেশ করে তাকে আক্রমণ করে। গুরুতর আঘাতের পর রক্তাক্ত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ৫ ঘণ্টার অস্ত্রোপচারের পর এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেতা। 

এফএটি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর