দুই যুগ পেরিয়ে
আসিফ আকবরের ‘ও প্রিয়া তুমি কোথায়’ এখনও শ্রোতাদের হৃদয়ে
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৯:৪৫
ছবি: সংগৃহীত
বাংলা সংগীতের ইতিহাসে এক অনন্য মাইলফলক হলো আসিফ আকবরের প্রথম অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’। ২০০১ সালের ৩০ জানুয়ারি সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত এই অ্যালবামটি মাত্র কিছুদিনেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। যা আজও স্মরণীয় হয়ে রয়েছে।
সেই সময়ে এ গান শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। অ্যালবামটি মুক্তির কিছুদিনের মধ্যেই ৬০ লাখ কপি বিক্রি করে বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ আয়কারী অডিও অ্যালবাম হিসেবে ইতিহাসে স্থান করে নেয়। তবে পাইরেসি কপি বিক্রির পরিমাণ আরও বেশি ছিল বলে জানান সংশ্লিষ্টরা।
অ্যালবামের প্রধান গান ‘ও প্রিয়া তুমি কোথায়’ শ্রোতাদের মাঝে অসম্ভব জনপ্রিয়তা লাভ করে। এ গানের মাধ্যমেই রাতারাতি তরুণ প্রজন্মের হৃদয়ে স্থান করে নেন আসিফ আকবর।
অ্যালবামটির প্রকাশের পর বাংলাদেশে সংগীত জগতে আসিফ আকবরের রাজত্ব শুরু হয়। তার গাওয়া গানগুলো আজও শ্রোতাদের মনের গহিনে বেজে চলেছে। ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামের ১২টি গানের সবকটি গানই জনপ্রিয়তা লাভ করেছে, যার কথা ও সুর করেছিলেন ইথুন বাবু।
এই অ্যালবামের চব্বিশ বছর পূর্তিতে, নিজ ফেসবুক পেজে পোস্ট করে এ গায়ক লিখেন, ২ যুগ..২৪ বছর..ও প্রিয়া তুমি কোথায়। আসিফের এ পোস্টে ভক্ত-অনুরাগীদের বেশ কিছু মন্তব্য নজর কাড়ে।
একজন লিখেছেন, ‘তখন ক্লাস -4/5 পড়তাম, জাস্ট পাগল ছিলাম আপনার গানের জন্য । ক্যাসেট সংগ্রহ করতাম সবগুলো। ভাবা যায় না, সময় কীভাবে চলে যায়। পুরোনো দিনের কথাগুলো মনে পরে গেলো।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘এই গান থাকবে আজীবন মানুষের হৃদয়ে অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য।’
এককথায়, ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামটি বাংলা সংগীতের ইতিহাসে একটি অমর সৃষ্টি হয়ে রয়ে গেছে। যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে এক স্বর্ণালি স্মৃতি।
এফএটি