Logo

বিনোদন

ভালোবাসা দিবসে আসছে জাহিদ প্রীতমের ‘ঘুমপরী’

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৫

ভালোবাসা দিবসে আসছে জাহিদ প্রীতমের ‘ঘুমপরী’

ছবি: সংগৃহীত

বরাবরই দর্শকদের চমক দিতে ভালোবাসেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম। এবারের ভালোবাসা দিবসে নতুন ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’ নিয়ে হাজির হচ্ছেন তিনি।  মায়া, রহস্য, বেদনা ও প্রেমের সংমিশ্রণে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি।    

আলফা আই-এর প্রযোজনায় ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে ‘ঘুমপরী’। ইতোমধ্যেই এর অফিশিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে, যা দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

ঘুমপরী’তে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। তাদের সঙ্গে রয়েছেন পারশা মাহজাবীনও।


ভিন্নতায় ভরা গল্প বলতে পছন্দ করেন জাহিদ প্রীতম। এবারের ওয়াবফিল্মেও তার ব্যতিক্রম হবে না।  

সামাজিক মাধ্যমে ঘুমপরী’র একটি পোস্টার শেয়ার করে জাহিদ প্রীতম লিখেছেন, মায়া, রহস্য, বেদনা, প্রেম সব মিলেমিশে এক হবে 'ঘুমপরী' তে। আপাতত শুভক্ষণের অপেক্ষা! 

এর আগে বুকপকেটের গল্প, তিলোত্তমা, এবং ফ্রেঞ্জি নির্মাণ করে প্রশংসিত হয়েছেন জাহিদ প্রীতম। ঘুমপরী নিয়েও তাই প্রত্যাশা অনেক বেশি। ভক্তরা মুখিয়ে আছেন ভালোবাসা দিবসে  নতুন এই ওয়েব ফিল্মটি দেখার জন্য, যা প্রেমের গল্পে ভিন্নমাত্রা যোগ করবে। 

এফএটি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর