Logo

বিনোদন

১৯ বছর পর আসছে ‘হেরা ফেরি ৩’

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৯

১৯ বছর পর আসছে ‘হেরা ফেরি ৩’

ছবি: সংগৃহীত

কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা পোস্টার ছাড়াই বলিউডের অন্যতম কমেডি সিনেমা ‘হেরা ফেরি ৩’ নির্মাণের ইঙ্গিত দিয়েছেন সিনেমার নির্মাতা প্রিয়দর্শন।

কিছুদিন আগেই নিজের জন্মদিন উপলক্ষ্যে পরিচালক তার অনুরাগীদের বিশেষ উপহার দিয়েছেন। আর তা হল ‘হেরা ফেরি ৩’ সিনেমার আপডেট।

জন্মদিনে পরিচালককে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে করা অক্ষয়ের কুমারের পোস্টের উত্তরে নির্মাতা অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেঠীকে ট্যাগ করে জানতে চান, তারা ‘হেরা ফেরি ৩’ সিনেমার জন্য প্রস্তুত কিনা। আর এতেই উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা। 

‘হেরা ফেরি’ সিনেমায় একটি গুরত্বপূর্ণ চরিত্রে নজর কেড়েছিলেন টাবু। অক্ষয় কুমার, সুনীল শেঠী ও পরেশ রাওয়ালের চরিত্রের পাশাপাশি অভিনেত্রীও তার চরিত্রের মাধ্যমে সকলের মনে বিশেষ জায়গা করে  নিয়েছিলেন।

প্রিয়দর্শন পরিচালিত ‘হেরা ফেরি ৩’তে ফের দেখা যেতে পারে টাবুকে এমনটাই শোনা যাচ্ছে।

আর এবার সেই আশা খানিকটা বাড়িয়ে নিজের ইনস্টাগ্রামে সিনেমা নিয়ে টাবুও শেয়ার করলেন তার আগ্রহের কথা। নায়িকা তার স্টোরিতে প্রিয়দর্শন ও অক্ষয়ের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘অবশ্যই প্রস্তুত, আমাকে ছাড়া কাস্ট সম্পূর্ণ হবে না প্রিয়দর্শন।’  

২০০০ সালে প্রথম মুক্তি পায় কমেডি সিনেমা হেরা ফেরি। এরপর ২০০৬ সালে আসে এর স্যিকুয়াল ফির হেরা ফেরি।

দুটি সিনেমার ব্যাপক সাফল্য এবং দর্শকপ্রিয়তার পর এবার তৃতীয় কিস্তির আনুষ্ঠানিক ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক।

এফএটি


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর