ছবি: সংগৃহীত
শিক্ষাজীবনে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয়ের পাশাপাশি পড়াশোনায় মনোযোগী এই অভিনেত্রী ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘ব্যাচেলরস অব ল’ সম্পন্ন করেছেন।
এবার ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে দেশটিতে পাড়ি জমাবেন বলে দেশের এক গণমাধ্যমে জানিয়েছেন নুসরাত।
শিক্ষাজীবন নিয়ে নিজের স্বপ্নের কথা জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘অভিনয়ের পাশাপাশি উচ্চশিক্ষা শেষ করাটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। এবার সেই স্বপ্ন পূরণে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
অভিনয় ছেড়ে কি তবে আইন পেশায় যুক্ত হচ্ছেন? এমন প্রশ্নে তিনি জানান, ‘আগে ডিগ্রি অর্জন করি, তারপর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাববো। সময়ই সব প্রশ্নের উত্তর দেবে।’
২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। যৌথ প্রযোজনার ওই সিনেমায় কলকাতার অঙ্কুশের বিপরীতে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান তিনি।
উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ধীরে ধীরে চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করেছেন এই অভিনেত্রী। দুই বাংলায় কাজ করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন তিনি। দেখতে দেখতে ১০ বছর পূর্ণ হয়ে গেছে তার ক্যারিয়ারের।
বর্তমানে ‘জ্বীন থ্রি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। এবার অভিনয় ও আইনের জগৎকে কীভাবে একসঙ্গে সামলাবেন, সেটাই এখন দেখার বিষয়!
এফএটি