ছবি: সংগৃহীত
ছোটপর্দার জনপ্রিয় তারকা তানজিন তিশা। বেশকিছুদিন পর আবারও কাজে নিয়মিত হয়েছেন তিনি। ঘুমপ্রেমী তিশা এবার ‘ঘুমপরী’ হয়ে হাজির হচ্ছেন পর্দায়।
ভালোবাসা দিবসে ভালোবাসা আর মায়ায় জড়ানো ওয়েবফিল্ম ‘ঘুমপরী’তে একসঙ্গে জুটি বেঁধেছেন গানের মানুষ প্রীতম হাসান ও তানজিন তিশা। ওটিটি প্ল্যাটফর্ম চরকির সঙ্গে তিশার প্রথম কাজ এটি। মায়া, রহস্য, বেদনা ও প্রেমের সংমিশ্রণে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি।
প্রীতম ও তিশার পাশাপাশি জুলাই-আগস্টের আন্দোলনে ‘চলো ভুলে যাই’ গান গেয়ে ভাইরাল হওয়া পারশা মাহজাবীনও রয়েছেন ফিল্মটিতে।
গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ‘ঘুমপরী’ প্রসঙ্গে তিশা বলেন, গল্পের জন্যেই ওয়েব ফিল্মটিতে কাজ করেছি। গল্প আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। ভালো গল্প পেলেই আমি কাজ করি। ঘুমপরী’র গল্পটা শুনলে বা দেখলে যে কেউ মুগ্ধ হবেন। আশা করছি, দর্শকদের খুব ভালো লাগবে।’
এর আগেও জাহিদ প্রীতমের সঙ্গে কাজ করেছেন তানজিন তিশা। তার কথায়, জাহিদ প্রীতমের ওপর আমার আস্থা রয়েছে। আমরা একসঙ্গে যে কয়েকটি কাজ করেছি দর্শকেরা সেটি পছন্দ করেছে।
ভালোবাসা দিবসে আলফা আই-এর প্রযোজনায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে জাহিদ প্রীতম নির্মিত ‘ঘুমপরী’।