Logo

বিনোদন

একুশে পদক পাচ্ছেন ‘ছুটির ঘণ্টা’ খ্যাত নির্মাতা আজিজুর রহমান

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১১

একুশে পদক পাচ্ছেন ‘ছুটির ঘণ্টা’ খ্যাত নির্মাতা আজিজুর রহমান

ছবি: সংগৃহীত

সিনেমায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর একুশে পদক-২০২৫ পাচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রয়াত আজিজুর রহমান। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংস্কৃতি মন্ত্রণালয় থেকে তার নাম ঘোষণা করা হয়। 

আজিজুর রহমানের নির্মিত অসংখ্য চলচ্চিত্রের মধ্যে ‘ছুটির ঘণ্টা’ বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯৮০ সালে মুক্তি পেয়ে সিনেমাটি বিপুল জনপ্রিয়তা অর্জন করে। 

শিশুতোষ এ সিনেমাটি একটি বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। যেখানে ১২ বছর বয়সী এক ছাত্র স্কুলের বাথরুমে তালাবদ্ধ হয়ে পড়ে। এরপর দীর্ঘ ১১ দিনের স্কুল ছুটির পর উদ্ধার হওয়ার আগেই সে মৃত্যুবরণ করে। সিনেমাটির হৃদয়বিদারক কাহিনী শিশুদের প্রতি দর্শকদের সহানুভূতির দৃষ্টিভঙ্গি উন্মোচন করে। ‘ছুটির ঘণ্টা’ সিনেমা দেখা চোখের কোণে জল আসেনি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। 

‘ছুটির ঘণ্টা’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিশু শিল্পী সুমন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন নায়ক রাজ রাজ্জাক, শাবানা, সুজাতা, শওকত আকবর ও এ টি এম শামসুজ্জামান। 

আজিজুর রহমান নির্মিত প্রথম চলচ্চিত্র ‘সাইফুল মূলক বদিউজ্জামান’। ময়মনসিংহের লোককথা নিয়ে নির্মিত সিনেমাটি মুক্তি পায় ১৯৬৭ সালে। এছাড়া আরও ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন খ্যাতিমান এ নির্মাতা।

এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’ ও ‘সমাধান’ ইত্যাদি। 

আজিজুর রহমানের চলচ্চিত্র নির্মাণ জীবন ছিল বর্ণাঢ্য এবং সমৃদ্ধ। ১৯৩৯ সালের ১০ অক্টোবর বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন শহরে জন্মগ্রহণ করেন আজিজুর রহমান। ২০২২ সালের ১৪ মার্চ শেষ নিশ্বাস  ত্যাগ করেন গুণী এ নির্মাতা।  

এফএটি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর