Logo

বিনোদন

ডিবি হেফাজতে থেকেও ‘ফেসবুকে সরব’ সোহানা সাবা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৪

ডিবি হেফাজতে থেকেও ‘ফেসবুকে সরব’ সোহানা সাবা

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে অভিনেত্রী সোহানা সাবাকে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রেবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তবে এই অভিনেত্রী ডিবি হেফাজতে থাকা অবস্থায়ও তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একাধিক পোস্ট দিতে দেখা গেছে। 

তবে পেজ থেকে তার আটক সংক্রান্ত কোনো পোস্ট দেওয়া হয়নি। তার পেজের কোনো অ্যাডমিন আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ডিবি হেফাজতে নেওয়ার পর শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে তার একাধিক পোস্ট দেওয়া হয়েছে। 

এদিকে, পুলিশ জানিয়েছে, সোহানা সাবাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। গোয়েন্দারা তাদেরকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। ‌জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবে না পুলিশ।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক শুক্রবার দুপুরে গণমাধ্যমকে বলেন, ‘তার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর