Logo

বিনোদন

২৪তম বাবিসাস অ্যাওয়ার্ড

সেরা কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৭

সেরা কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান

পুরস্কার গ্রহণ করছেন রবিন রাফান (ওবায়দুর রহমান)

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির (বাবিসাস) ২৪তম অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ‘সেরা কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে স্বীকৃতি পেলেন রবিন রাফান (ওবায়দুর রহমান)। ২০২৩-২০২৪ সালের কনটেন্টের ভিত্তিতে তাকে এই পুরস্কার দেওয়া হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএফডিসির এটিএন বাংলা অডিটরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। দেশবরেণ্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান উৎসবমুখর হয়ে ওঠে।

রবিন রাফান তার শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক কনটেন্টের মাধ্যমে অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেছেন। তার ভিডিওগুলো শুধু বিনোদন নয়, বরং সমাজের নানা সমস্যা, পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা বহন করে। সাধারণ বিষয়গুলো সৃজনশীলভাবে তুলে ধরে তিনি দর্শকদের মন ছুঁয়েছেন।

পুরস্কার পাওয়ার পর রবিন রাফান বলেন, ‘এই সম্মাননা আমার জন্য অনেক বড় প্রেরণা। আমার দায়িত্ব আরও বেড়ে গেল। সামনে আরও ভালো কনটেন্ট তৈরি করে দর্শকদের অনুপ্রাণিত করতে চাই।’

এবারের বাবিসাস অ্যাওয়ার্ডে আরও সম্মানিত হয়েছেন চিত্রনায়িকা রোজিনা, জয়া আহসান, শবনম বুবলি, চিত্রনায়ক শাকিব খান, সিয়াম আহমেদ, সংগীতশিল্পী রবি চৌধুরী, ইথুন বাবু, শফি মণ্ডলসহ আরও অনেক গুণী শিল্পী। 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর