Logo

বিনোদন

৩৭ বছরের সংসার ভাঙছে, বিচ্ছেদের পথে গোবিন্দ-সুনীতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৭

৩৭ বছরের সংসার ভাঙছে, বিচ্ছেদের পথে গোবিন্দ-সুনীতা

পরকীয়ার জেরে ভাঙনের পথে গোবিন্দ-সুনীতার সংসার | ছবি : সংগৃহীত

বলিউডের অন্যতম আলোচিত দম্পতি গোবিন্দ-সুনীতা। তাদের দাম্পত্যজীবন নিয়ে বহু বছর ধরেই ভক্তপাড়ায় বেশ প্রশংসা চলছিল। তবে সম্প্রতি সেই সম্পর্কই ভাঙনের পথে। ৩৭ বছরের দাম্পত্য জীবনে একে অপরের পাশে দাঁড়িয়ে অনেক মুহূর্ত কাটালেও এখন সেই সম্পর্কের অন্তরায় সৃষ্টি হয়েছে।  

প্রথমদিকে গোবিন্দ স্ত্রী সুনীতাকে সবার কাছে লুকিয়ে রেখেছিলেন। তিনি মনে করতেন, বিবাহিত নায়ক হিসেবে তার খ্যাতি ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে তিনবছর পর গোবিন্দ জানিয়ে দেন তিনি বিবাহিত। এরপর দীর্ঘ সময় একে অপরের পাশে থেকে সংসার করেছেন। কিন্তু সম্প্রতি ভক্তদের এক দুঃসংবাদ দিলেন সুনীতা। তিনি জানিয়েছেন, এখন আর তারা একসঙ্গে থাকেন না।  

সুনীতা জানান, তিনি তার দুই সন্তান নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকেন, আর গোবিন্দ একা থাকেন তার নিজস্ব বাংলোয়। এমন পরিস্থিতি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন।  

সুর উঠেছে, গোবিন্দ কমবয়সী এক মরাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন, যে কারণে চলতি বছরেই তাদের বিচ্ছেদ ঘটতে পারে। তবে গোবিন্দ বা তার প্রতিনিধির পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।  

এদিকে, সুনীতা একটি সাক্ষাৎকারে বলেন, ‘আগে আমরা একে অপরকে নিয়ে সুরক্ষিত বোধ করতাম, কিন্তু এখন আর তা করি না। গোবিন্দ এখন ৬০ বছরের বেশি, জানি না কখন কী ঘটবে।’

সুনীতা আরও জানান, ‘আগে কাজের ব্যস্ততায় এমন কিছু ভাবার সময় ছিল না, কিন্তু এখন তো তিনি একা সময় কাটাচ্ছেন। তাই ভয় হয়, কিছু একটা না করে বসে।’ 

এটিআর/


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর