Logo

বিনোদন

বোরকাপরা মেয়েদের প্রতি ফেসবুকে ওমর সানীর মুগ্ধতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৮

বোরকাপরা মেয়েদের প্রতি ফেসবুকে ওমর সানীর মুগ্ধতা

বাংলা চলচিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। অভিনয়ে নিয়মিত না হলেও বর্তমানে তিনি পুরোদস্তুর একজন ব্যবসায়ী। রেস্টুরেন্টের ব্যবসায় এরই মধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন। এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে মাঝেমধ্যেই শেয়ার করেন এই অভিনেতা।

মঙ্গলবারও (২৫ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে সেরকমই একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা মৌসুমিকে বিয়ে করা সিনেমার এই নায়ক। যেখানে ব্যবসার খবরের পাশাপাশি বোরকাপরা মেয়েদের প্রতি একরাশ মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি। 

তিনজন মেয়ের সঙ্গে ফেসবুক আইডিতে একটি সেলফি শেয়ার করেছেন ওমর সানী। তার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি এখন এই মুহূর্তে চাপওয়ালা শ্বশুরবাড়ি অরঙ্গাবাদ মানিকগঞ্জে আছি। ছোট ছোট মেয়েরা আমার মেয়ের বয়সী কী শালীনভাবে চলাফেরা করছে, ভীষণ ভালো লাগলো। এমনই হওয়া উচিত, তাহলে অনেক কিছুই... কমে যায় সমাজে। আল্লাহ তোমাদের ভালো রাখুন।’

এই পোস্টের পর ভক্তদের প্রশংসায় ভাসছেন সানী। তারা তার এমন মানসিকতার জন্য তাকে ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছেন। 


বিএইচ/

  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর