Logo
Logo

প্রবাস

নিউইয়র্কের রাস্তায় গুলিতে নিহত বিমা কোম্পানির প্রধান

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪০

নিউইয়র্কের রাস্তায় গুলিতে নিহত বিমা কোম্পানির প্রধান

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে দেশটির সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ব্রায়ান থম্পসন গুলিতে নিহত হয়েছেন। 

স্থানীয় সময় বুধবার (৪ ডিসেম্বর) ভোরে ম্যানহাটানের হিলটন হোটেলের বাইরে এ ঘটনা ঘটে। 

নিউইয়র্ক পুলিশ বলছে, সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়ে ব্রায়ানকে হত্যা করা হয়েছে। সন্দেহভাজন হামলাকারীর খোঁজে তল্লাশি অভিযান চলছে।

পুলিশ আরও জানিয়েছে, এ সময় পেছন থেকে ব্রায়ানকে গুলি করা হয়। তার শরীরের পেছনের অংশে ও পায়ে গুলি লাগে। সন্দেহভাজন হামলাকারী কাল রঙের হুডি (টুপিযুক্ত জ্যাকেট) পরা ছিলেন। পিঠে ছিল কালো রঙের ব্যাগ। গুলি করার পর তিনি পালিয়ে যান। সর্বশেষ নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক এলাকায় হামলাকারীকে বাইক চালাতে দেখা গেছে ।

তবে সন্দেহভাজন হামলাকারী কেনো ব্রায়ানকে গুলি করে হত্যা করলেন, সেই বিষয়ে নিউইয়র্ক পুলিশ প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি।

কেই/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর