লন্ডনের পর এবার নিউইয়র্কে ভার্চুয়াল সমাবেশে হাসিনা
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৪
ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন। লন্ডনের পর এবার নিউইয়র্কে বক্তব্য রাখেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল সমাবেশে বক্তব্য রাখেন হাসিনা।
সমাবেশে বিভিন্ন অঙ্গরাজ্যের আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন। নিউইয়র্ক স্টেট ও মহানগর আওয়ামী লীগের যৌথ আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার বিক্ষোভের জেরে গত ৫ আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন বলে জানা গেছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল বক্তব্যের আগে সমাবেশে নিউইয়র্ক স্টেট ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য দেন।