Logo
Logo

প্রবাস

মিশরে আল আজহারের বাংলাদেশি শিক্ষার্থী হাবিবুর রহমানের ইন্তেকাল

Icon

প্রবাস ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১৫:২৫

মিশরে আল আজহারের বাংলাদেশি শিক্ষার্থী হাবিবুর রহমানের ইন্তেকাল

মাওলানা হাবিবুর রহমান আজহারী | ছবি : সংগৃহীত

মিশরের বিশ্বখ্যাত বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী মাওলানা হাবিবুর রহমান আজহারী (৩৬) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

স্থানীয় সময় সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে কায়রোর নাসার সিটিতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আল আজহারের বাংলাদেশি শিক্ষার্থী মুহাম্মদ তাওহীদুল ইসলাম বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে মাওলানা হাবিবুর রহমান আজহারীর ভাই মাওলানা হাসিবুর রহমান আজহারিও নিজের ফেসবুক আইডির একটি পোস্টে এ খবর নিশ্চিত করেন। 

হাবিবুর রহমান আজহারী বাগেরহাট জেলার হরিণ খানা এলাকার আব্দুল হাকিমের ছেলে এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের তাফসীর উলুমুল কোরআন বিভাগে অধ্যয়নরত ছিলেন। এর আগে তিনি ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠান থেকে উসুলুদ্দীন অনুষদ থেকে স্নাতক ও তাফিসরে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মিশরে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদর মধ্যে সবচেয়ে কম সময়ে এমফিল থিসিস সম্পন্ন করেন এই কৃতি শিক্ষার্থী।

এক সন্তানের জনক হাবিবুর রহমান আজহারী ২০১৩ সালে উচ্চ শিক্ষা অর্জনের জন্য আল আজহারে আসেন। এর আগে তিনি রাজধানীর জামিয়া ইসলামিয়া লালমাটিয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। 

মঙ্গলবার জোহরের নামাজের পর আল আজহার মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং কায়রোর আবুরস্থ বাংলাদেশ দূতাবাসের কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। 

হাবিবুর রহমান আজহারী মিশরে বাংলাদেশি ছাত্র সংগঠন (কওমি) আল আযহার ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সদস্য প্রতিনিধি ছিলেন৷ তার মৃত্যুতে সংগঠনটি গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে এ ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম।’

মুহাম্মদ তাওহীদুল ইসলাম/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর