Logo
Logo

প্রবাস

চীনে বিজয় দিবস উদযাপন

Icon

চীন প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৮:২৩

চীনে বিজয় দিবস উদযাপন

বিএনপি বৃহত্তর চীন শাখার উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ছিল দিনব্যাপী আলোচনা সভা, খেলাধুলা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার (১৬ ডিসেম্বর) চীনের গুয়াংডং প্রদেশের গুয়াংজু শহরের ভিয়েনা হোটেলের হলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত হয় বিজয় দিবসের অনুষ্ঠান। 

কোরআন তেলাওয়াত ও সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মো. নাদিম আহমেদের সঞ্চালনায় বিজয় দিবস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপি নেতা মাসুদ আহমেদ।

বক্তব্য দেন, জাহিদুল ইসলাম জাহিদ, হোসাইন মোহাম্মদ সাখাওয়াত, মাসুদ আহমেদ, শেখ মাহবুবুর রশীদ, মো. রুহুল আমিন, মো. সাখাওয়াত হোসেন কানন, মো. ওয়ালী উল্লাহ, মোহাম্মদ হাসেম প্রমুখ।

শতাধিক চীন প্রবাসী বিএনপি নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে দিনব্যাপী আয়োজনে ব্যাডমিন্টন, বিলিয়ার্ড টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ ছাড়াও র‍্যাফেল ড্র, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সবশেষে জমকালো বিজয় দিবস ডিনার পার্টির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর