যৌন নির্যাতনের অভিযোগ
নিউইয়র্কে বাংলাদেশি চিকিৎসকের লাইসেন্স বাতিল
নিউ ইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৮
ডা. ফেরদৌস খন্দকার। ছবি : প্রতিনিধি
রোগীকে যৌন নির্যাতনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক বাংলাদেশি চিকিৎসকের পেশাদার লাইসেন্স বাতিল করা হয়েছে। দেশটির ডিপার্টমেন্ট অফ হেলথ অফিস অব প্রফেশনাল মেডিকেল কন্ডাক্ট (ওপিএমসি) আওতায় বোর্ড ফর প্রফেশনাল মেডিকেল কন্ডাক্ট (বিপিএমসি) তার লাইসেন্সটি বাতিল করে।
পেশাদার লাইসেন্স বাতিল হওয়া চিকিৎসকের নাম ডা. ফেরদৌস খন্দকার।
জানা গেছে, ফেরদৌস খন্দকার তার চেম্বারে শারীরিক বিভিন্ন পরীক্ষার নামে কিশোরী ও নারী রোগীদের যৌন হয়রানি করতেন। এ চিকিৎসকের বিরুদ্ধে বিমা জালিয়াতি করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। যৌন হয়রানির শিকার ওই নারীকে নিয়ে ২০২০ সালের জুনে মানবাধিকার সংস্থা চেঞ্জডটওআরজির আহ্বানে এক ফেসবুক পোস্টের কমেন্টের লিংকে ফেরদৌস খন্দকারের পেশাদার লাইসেন্স প্রত্যাহারের দাবিতে শতশত নারী-পুরুষ স্বাক্ষর করেন।
আবেদনকারীরা উল্লেখ করেন, ডা. ফেরদৌস কোনো শিশু বিশেষজ্ঞ নন। তিনি আইনত ১৮ বছরের কম কাউকে সেবা দিতে পারবেন না।
অফিস অব প্রফেশনাল মেডিকেল কন্ডাক্ট (ওপিএমসি) গত ২৪ জুলাই পেশাদার লাইসেন্স বাতিলের নির্দেশনা জারি করলেও তা ১৫ অক্টোবর কার্যকর করা হয়।
এমআই