Logo

খবর

ওমরায় গিয়ে হারিয়ে যাওয়া সেই নারীকে স্বজনদের কাছে হস্তান্তর

Icon

মক্কা প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৮:২৬

ওমরায় গিয়ে হারিয়ে যাওয়া সেই নারীকে স্বজনদের কাছে হস্তান্তর

মক্কা প্রতিনিধির পাঠানো ছবি

পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে হারিয়ে যাওয়া সেই নারীকে অবশেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে মসজিদুল হারামের নসুক অফিস থেকে তার মুয়াল্লিম ও সফরসঙ্গীরা তাকে নিয়ে যান।

এর আগে আজ বেলা ১১টার দিকে মক্কার মসজিদুল হারামের চত্বরে সঙ্গীদের হারিয়ে ফেলা ওই নারীর সঙ্গে দেখা হয় বাংলাদেশের খবরের মক্কা প্রতিনিধি ইয়াহইয়া আল মাহবুবের। পরে তিনি তাকে মসজিদের ১নং টয়লেটের পাশে নসুক অফিসে নিয়ে যান। পরে অফিস তার মুয়াল্লিমের সঙ্গে যোগাযোগ করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

ওই নারীর নাম আশুরা। বাড়ি যশোর সদরের সজলপুর গ্রামে। তিনি গত দুই দিন আগে সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান এবং দুই দিন একাকী মসজিদ চত্বরে অসহায়ের মতো দিনযাপন করেন।

এদিন, ওই নারীকে দেখার পর প্রথমে ইয়াহইয়া আল মাহবুবের অফিসিয়াল কাজ থাকায় এবং হজ ও ওমরাহ যাত্রীদের সেবাদানকারী কেন্দ্র মক্কার নসুক অফিস বন্ধ থাকায় তিনি তাকে গন্তব্যে পৌঁছাতে পর্যাপ্ত সাহায্য করতে পারেননি। পরে অফিস খুললে তাদের বিষয়টি জানান এবং তারাও ওই নারীকে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবেন বলে আশ্বস্ত করেন। অফিসে নেওয়ার কয়েক ঘণ্টা পরই নসুক অফিস তাকে স্বজনদের হাতে হস্তান্তর করে।

কাবায় কর্মরত বাংলাদেশি তরুণ ইয়াহইয়া আল মাহবুব এর আগেও হারিয়ে যাওয়া একাধিক হজ ও ওমরাহযাত্রীকে স্বজনদের কাছে পৌঁছে দিয়ে সুনাম কুড়িয়েছেন। এজন্য তাকে নিয়ে দেশের কয়েকটি গণমাধ্যম প্রতিবেদনও প্রকাশ করেছে।

আরও পড়ুন- ওমরায় গিয়ে স্বজনদের হারিয়ে ফেলেছেন যশোরের এই নারী

ইয়াহইয়া আল মাহবুব/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর