যুক্তরাষ্ট্রে একদিনে ৩০৮ অবৈধ অভিবাসী গ্রেপ্তার
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১২:১৯
যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি আরও কঠোর করার অংশ হিসেবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) একদিনে ৩০৮ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের প্রথম পূর্ণ দিন মঙ্গলবার (২১ জানুয়ারি) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে হত্যাকাণ্ড এবং শিশুধর্ষণের মতো গুরুতর অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন বর্ডার সাজার টম হোমান।
বুধবার (২২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে টম হোমান জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ৭ লাখ অবৈধ অভিবাসী ঘুরে বেড়াচ্ছে। তাদের অনেকেই জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। তিনি বলেন, ‘আমরা এমন ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের কাজ শুরু করেছি, যারা গুরুতর অপরাধে জড়িত।’
ট্রাম্প প্রশাসন স্যাংচুয়ারি শহরগুলোতেও অভিযান চালানোর পরিকল্পনা করেছে। হোমান জানান, স্যাংচুয়ারি শহরের নেতারা সহযোগিতা না করলেও ফেডারেল এজেন্টরা অপরাধীদের জেল থেকে ছাড়া পাওয়ার পর তাদের আটক করবে।
তিনি আরও উল্লেখ করেন যে আইসিই কর্মকর্তারা একটি টার্গেট লিস্ট তৈরি করেছেন, যেখানে অপরাধমূলক রেকর্ড থাকা অভিবাসীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকা অনুসারে তাদের গ্রেপ্তার এবং নির্বাসন কার্যক্রম পরিচালিত হবে।
এটিআর/