Logo

প্রবাস

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার : আসিফ

Icon

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:৫৭

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার : আসিফ

ছবি : সংগৃহীত

প্রবাসীরা সরকারের এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জানিয়ে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিলো ভোটাধিকার। ভোটাধিকার প্রয়োগ কিছুটা জটিল হলেও অর্ন্তবর্তীকালীন সরকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন এক্সপার্টদের থেকে পরামর্শ নিচ্ছে, কীভাবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা যায়।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় আজমান উইমেন অ্যাসোসিয়েশন হলে বাংলাদেশ কমিউনিটি আয়োজিত ‘সংযুক্ত আরব আমিরাতে ২০২৪-২৫ সালে নির্বাচিত ৫২ সিআইপি সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়ে আসিফ বলেন, আপনারা বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে রেকর্ডের পর রেকর্ড গড়ছেন। একটি সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তোলনে সহযোগিতা করছেন। 

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, দেশের রাজনীতিতে ইতিবাচক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। তবে শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। সব আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, এদেশের সার্বভৌমত্ব ও ডিগনিটির প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। 

আয়োজক কমিটির আহ্বায়ক ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে এবং কামরুল হাসান জনির সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজমান রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাঈদ রাশেদ হোমাইদ আল-নোয়াইমী, আবুধাবি বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ, বাংলাদেশ দুবাই কনস্যুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেল রশেদুজ্জামান, উপদেষ্টার একান্ত সচিব মাহফুজুল আলম ভুঁইয়া, আয়োজনের সমন্বয় প্রকৌশলী সালাউদ্দীন আহমেদ, সদস্য সচিব শিবলী আল সাদিকসহ কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দগণ।

কে এম জাহেদ/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর