Logo

প্রবাস

কানাডার সাস্কাটুনে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

Icon

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৯

কানাডার সাস্কাটুনে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে কানাডার সাস্কাচুয়ান প্রভিন্সের সাস্কাটুনে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস।

কানাডার স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সাস্কাটুনের ডাউনটাউনে অবস্থিত সিটি হল প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ সাস্কাচুয়ান (বিকাশ)-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকাশের সভাপতি খান আরিফ ওয়াহিদের সভাপতিত্বে এই আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় এমএলএ ভিকি মোভেট, ব্রিটনি সেংগার, ডরসি ওয়ারেন্টান, ডন মেকবেইন, নূর বরকি (এমএলএ রিজাইনা) এবং স্থানীয় কাউন্সিলর ও ডেপুটি মেয়র সেনস টিমন।

বাংলাদেশ এবং কানাডার জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের পর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রফেসর খান আরিফ ওয়াহিদ তার সমাপনী বক্তব্যে আগামী মাতৃভাষা দিবস স্থায়ী শহীদ মিনারে পালন করার আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি সবাইকে শহীদ মিনার নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান। 


সন্ধ্যায় স্থানীয় কনফেডারেশন ইন হোটেলে দা বেটার কানাডা ফেডারেশনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের পাশাপাশি ইরান, ইউক্রেন, স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশের শিল্পীরা নৃত্য এবং সংগীত পরিবেশন করেন। 

লায়লা নুসরাত/এমএইচএস/এনআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর