Logo

প্রবাস

কানাডায় শিশুদের ক্যানভাসে ভাষা আন্দোলনের গল্প

Icon

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬

কানাডায় শিশুদের ক্যানভাসে ভাষা আন্দোলনের গল্প

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেঙ্গলি ইনফরমেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস (বিআইইএস)-এর উদ্যোগে কানাডার টরেন্টোতে বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত।

টরন্টোর বাঙালি অধ্যুষিত ড্যানফোর্থের এক্সেস পয়েন্ট মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রায় অর্ধশতাধিক শিশু চিত্রশিল্পী অংশগ্রহণ করে। 

বিআইইএস আয়োজিত দ্বাদশ এ চিত্রাঙ্কনের বিষয় ছিল,‘আমার মায়ের ভাষা আমার গর্ব।’ এই বিষয়কে সামনে রেখে শিশু চিত্রশিল্পীরা তাদের রঙ-তুলির মাধ্যমে শহীদ মিনার, রক্তাক্ত ২১শে ফেব্রুয়ারি, ভাষার দাবিতে বাঙালির সংগ্রাম, মিছিল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খণ্ডচিত্রকে ফুটিয়ে তোলেন।

দুইটি বিভাগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ২০ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীরা সনদ ও ৫০০ ডলার প্রাইজমানি পান। এছাড়া অন্য অংশগ্রহণকারীদেরও সনদ প্রদান করা হয়েছে। 

সংগঠনের নির্বাহী পরিচালক ইমাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টরন্টো সিটি কাউন্সিলর ব্র্যাড ব্র্যাডফোর্ড, ব্যারিস্টার কামরুল হাফিজ, ব্যারিস্টার জাকির হোসেন, ফ্যামিলি ফিজিশিয়ান ও বিআইইএস-এর ভাইস প্রেসিডেন্ট ডা. নীলাঞ্জনা দত্ত, পরিচালক মোস্তফা আকন্দ প্রমুখ।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর