Logo

প্রবাস

কানাডায় বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে ১৮ এপ্রিল ‘বাংলা ফেস্ট-২’

Icon

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৪

কানাডায় বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে ১৮ এপ্রিল ‘বাংলা ফেস্ট-২’

বাংলা সংস্কৃতিকে কানাডার মূলধারায় তুলে ধরার লক্ষ্য নিয়ে আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ফেস্ট-২’। গত বছরের সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো আয়োজিত এই উৎসবে বাংলাদেশ থেকে আমন্ত্রিত শিল্পীদের পাশাপাশি কানাডায় বসবাসরত বাংলাদেশি শিল্পীরাও অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।  

স্থানীয় সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টরন্টোর ডেনফোর্থ রোডের ‘ঢাকা কেবাব নান’ রেস্তোরায় আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে উৎসবের বিস্তারিত তুলে ধরেন আয়োজক বাবলু চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কারবোরো সাউথ ওয়েস্টের এমপিপি ডলি বেগম।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শওগাত আলী সাগর, সংস্কৃতি সংগঠক আহমেদ হোসেন, কমিউনিটি নেতা আবুল আজাদ, সিপিএ মোরশেদ নিজাম, ফায়েজুল হক, সংস্কৃতি সংগঠক সবুজ চৌধুরী, ফারহানা জেড খান, নওশের আলীসহ কমিউনিটির প্রতিনিধিত্বশীল ব্যবসায়ী, সাহিত্য, সংস্কৃতি ও শিল্প অঙ্গনের বিশিষ্টজনেরা।  

বক্তব্যে ডলি বেগম ‘বাংলা ফেস্ট-২’-এর আয়োজনের প্রশংসা করে বলেন, ‘কানাডার বহুজাতিক সংস্কৃতিতে বাংলাদেশকে তুলে ধরার ক্ষেত্রে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ 

আয়োজক বাবলু চৌধুরী বলেন, ‘এই আয়োজন মানসম্পন্ন ও উপভোগ্য করে তোলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কমিউনিটির সর্বস্তরের সহযোগিতা কামনা করছি, যেন উৎসবটি সবার জন্য স্মরণীয় হয়ে থাকে।’

লায়লা নুসরাত/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর