• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮

ফিচার

‘‘বিশ্ব ভয়ে কাঁপছে’’

  • প্রকাশিত ১৪ এপ্রিল ২০২০

পারভীন রেজা

বন্ধু এখন যাবে না ছোঁয়া
হবে না করমর্দন-
বদলে গেল পৃথিবীর রুপ
উল্লাসে চলছে করোনা
আর সব চুপ।

লাল চোখে করোনা
খুব মুডে তাকায়
পৃথিবীর সব সীমান্ত রেখায়-
অদৃশ্য কায়ায় এত শাসন তার
বিশ্ব ভয়ে কাঁপছে
মরন মিছিলে কে কখন দাড়ায়
এই শংকায় মন ভাঙ্গছে।

বিধাতার সাথে নেই যোগাযোগ
এমন হাজার মানুষ
মৃত্যু ভয়ে চুপসে গিয়ে
করুন সুরে-
এখন বিধাতাকে-ই ডাকছে।
বিধাতা নিশ্চয়-
তার বান্দার শুনবেন ফরিয়াদ
মানুষের জন্য বিধাতা হবেন দয়াময়
কেটে যাবে দু:সময়
আর সবই তো হবে নশ্বর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads