অনেক সময় দেখা যায়, প্রেমিক কিংবা প্রেমিকা একে অন্যের ফেসবুক আইডির পাসওয়ার্ড চাচ্ছেন। ভালোবাসার মানুষ চাইলেই কি পাসওয়ার্ড শেয়ার করা যাবে? প্রশ্ন আসতে পারে, ভালোবাসা, সম্মান, আদর, আবদার সবই রয়েছে। দু’জন দু’জনের বেস্ট ফ্রেন্ডও বটে। কোনো গোপনীয়তা নেই। রাখঢাকের বিষয়ও নেই। তাহলে পাসওয়ার্ড শেয়ার করতে সমস্যা কী?
প্রতিটা মানুষের অনলাইন প্রাইভেসিকে সম্মান করা উচিত। অনেক সময় পার্টনারের প্রতি অবিশ্বাস, সন্দেহ তৈরি হয়। তখন পার্টনার সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড চাইতে পারে। কিন্তু যে সম্পর্কে বিশ্বাসের ভিত নড়বড়ে সেটা কি আপনার জন্য ভালো? এই প্রশ্ন মনে আসা স্বাভাবিক। কিন্তু পার্টনারের পার্সোনাল প্রাইভেসিকে সম্মান করা উচিত। এতে একে-অন্যের প্রতি সম্মান বজায় থাকে। পাসওয়ার্ড শেয়ার করাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সমস্যা তৈরি না করাই ভালো।
সোশ্যাল মিডিয়ায় আপনার একটা পরিচিতি রয়েছে। কেউ তা ব্যবহার করে জালিয়াতি করতে পারে। নাম-পরিচয় ব্যবহার করে এমন কিছু পোস্ট করে দিল, যাতে আপনার সম্মানহানি হয়ে গেল। তাই সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার না করাই ভালো। লং টার্ম রিলেশনশিপের ক্ষেত্রে পাসওয়ার্ড শেয়ার করতে পারেন। অর্থাৎ, দীর্ঘ বছরের সম্পর্ক, সে ক্ষেত্রে পাসওয়ার্ড শেয়ার করাই যায়। তবে ভেবেচিন্তা।
এমজে