Logo
Logo

ফিচার

শহুরে কৃষি উন্নয়নে অটোমেশন প্রযুক্তি

Icon

ফিচার ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:৩১

শহুরে কৃষি উন্নয়নে অটোমেশন প্রযুক্তি

ছবি : সংগৃহীত

শহরের এই ব্যস্ত জীবনে কিছু সময় বের করা কঠিন হয়ে পড়েছে। তাছাড়া খাদ্যের মান নিয়েও উদ্বেগ বাড়ছে। খাদ্যে রাসায়নিক ব্যবহারের কারণে স্বাস্থ্যঝুঁকি দিন দিন বেড়ে চলেছে। এই ইট পাথরের শহরের ছোট জায়গায় উচ্চ ফলন নিশ্চিত করা অনেক কঠিন। তাই বেশ কিছু মানুষ তাদের ছাদকে বেছে নিচ্ছেন কৃষিকাজের জন্য। সেখানে তারা সবজি ও বিভিন্ন ধরনের ফলমূল চাষ করছেন।

তবে যদি বলি এমন কিছু প্রযুক্তি আছে যা ব্যবহারের মাধ্যমে সময় ও পরিশ্রম দুটোই বাঁচানো যেতে পারে! এই প্রযুক্তির মাধ্যমে এমনকি ছোট জায়গায়ও অনেক বেশি সবজি চাষ করা সম্ভব। মাটি ছাড়াই চাষ করা যাবে। তাই মাটি আনা-নেওয়ার কোনো ঝামেলা পোহাতে হবে না।

এসব শুনতে অবাস্তব মনে হলেও প্রযুক্তি আমাদের এমন পর্যায়ে এনেছে যেখানে এই সবকিছুই এখন বাস্তব। শহুরে কৃষি (Urban Agriculture) উন্নয়নে নতুন অটোমেশন প্রযুক্তি কৃষি উৎপাদনকে আরও কার্যকর এবং টেকসই করে তুলছে। এই প্রযুক্তির সাহায্যে শহরের ছোট জায়গায়ও কৃষির সম্ভাবনা আরও বেশি করে উন্মুক্ত হচ্ছে। যা ভবিষ্যতে শহুরে কৃষিকে এক নতুন দিগন্তে নিয়ে যেতে পারে।

১. ভার্টিকাল ফার্মিং :

ভার্টিকাল ফার্মিংয়ে এখন রোবটিক সিস্টেম এবং স্বয়ংক্রিয় সেন্সর ব্যবহার করা হচ্ছে। এতে আলো, পানি, এবং পুষ্টি স্বয়ংক্রিয়ভাবে সরবরাহ হয়, যার কারণে জায়গা কম লাগে উৎপাদন খরচ কমায়।

২. ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তি :

আইওটি ডিভাইসের মাধ্যমে গাছের মাটি, আর্দ্রতা, তাপমাত্রা, এবং পুষ্টির অবস্থা পর্যবেক্ষণ করা সম্ভব। এটি চাষের গুণমান উন্নত করতে সাহায্য করে।

৩. ড্রোন এবং রোবটিক হার্ভেস্টার :

ড্রোনের সাহায্যে গাছপালা পর্যবেক্ষণ এবং কীটনাশক প্রয়োগ করা যায়। রোবটিক হার্ভেস্টার স্বয়ংক্রিয়ভাবে ফল ও শাকসবজি সংগ্রহ করতে সক্ষম।

৪. হাইড্রোপনিক এবং অ্যারোপনিক সিস্টেম :

এই সিস্টেমে মাটি ছাড়াই উদ্ভিদ চাষ করা হয়। পানির মাধ্যমে গাছের পুষ্টি সরবরাহ করা হয়, যা শহুরে জায়গার অভাব কাটিয়ে উৎপাদন বৃদ্ধি করে।

৫. কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) :

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া বিশ্লেষণ এবং অপ্টিমাইজ করা সম্ভব। এআই ব্যবহার করে ফসলের রোগ নির্ণয় এবং সঠিক সমাধান দেওয়া যায়।

৬. শহুরে গ্রিনহাউজ ব্যবস্থাপনা :

স্বয়ংক্রিয় তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে গ্রিনহাউজে সর্বোচ্চ ফলন নিশ্চিত করা যায়।

টিএ/এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর