Logo
Logo

ফিচার

বছরের দীর্ঘতম রাতে কী করবেন সিঙ্গেলরা?

Icon

ফিচার ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ২০:৩৪

বছরের দীর্ঘতম রাতে কী করবেন সিঙ্গেলরা?

শীতের রাতগুলো এমনিতেই বেশ লম্বা হয়। কিন্তু আজ ২১ ডিসেম্বর, বছরের দীর্ঘতম রাত। যাদের প্রেমসঙ্গী কিংবা জীবনসঙ্গী আছেন, তাদের কাছে এই রাতটি উপভোগের। একে অন্যের সাথে ভাব আর স্বপ্ন শেয়ার করে আনন্দময় মুহূর্ত কাটাতে পারবেন। তরুণ-তরুণীরা নিজের প্রেমসঙ্গীর সাথে ফোনে কথা বলে কিংবা একে অপরকে গান শুনিয়ে জীবনের সেরা মুহূর্তের একটি তৈরি করতে পারেন। কিন্তু যারা সিঙ্গেল, তাদের কী হবে? কীভাবে তারা কাটাবেন এই দীর্ঘতম রাতটি?

সিঙ্গেলদের জন্য দীর্ঘতম এই রাত বেদনাদায়কও হতে পারে। কিংবা বিরক্তিকরও। ভুগতে পারেন হতাশায়ও। তাই একাকিত্বময় এই রাতটিকে উপভোগ্য করে তুলতে মুভি বা সিরিজ দেখুন, বই পড়ুন, মেডিটেশন বা ইয়োগা করুন, পুরোনো ছবির অ্যালবাম বের করুন, বন্ধুরা মিলে পার্টি করুন, অনলাইন ডেটিং সাইটে ঢুঁ মারুন। 

নেটফ্লিক্সসহ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে অনেক মুভি ও সিরিজ আছে। কে ড্রামাও ট্রাই করে দেখতে পারেন। আবার পুরোনো দিনের নাটক বা সিনেমা খুঁজে দেখলে ভালো লাগতে পারে।

মনকে শান্ত করার সবচেয়ে ভালো উপায় মেডিটেশন বা ইয়াগো। হয়তো অনেক দিন ধরে ভাবছেন কিন্তু করা হচ্ছে না। আজ রাতটা বেশ লম্বা৷ আজই শুরু করে দিন মেডিটেশন আর ইয়োগা। অশান্ত মনে শান্তি পাবেন।

যে বইটা অনেকদিন আগে কিনে ফেলে রেখেছেন অথচ পড়া হচ্ছে না, আজকে সেটি হাতে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। কীভাবে রাত চলে যাবে টেরই পাবেন না।

মেমোরি লেন ধরে হেঁটে আসুন আজ রাতে। পুরোনো অ্যালবামগুলো বের করুন। একটু মুছে রাখুন। ছোটবেলার স্মৃতিচারণ করতে করতে সময় কেটে যাবে।  

চুলোয় যাক প্রেম আর বিয়ে। উচ্চারণ করুন, সিঙ্গেল থাকার মজাই আলাদা। বন্ধুদের ডেকে আনুন। সারা রাত উনো খেলে, স্ন্যাক্স চিবিয়ে আর তুমুল হইচই সহযোগে আড্ডা দিয়ে দারুণ সময় কাটান। গান আর গল্পে কেটে যাক রাতটা।

অনলাইন ডেটিং সাইটে একটা প্রোফাইল খুলে ঘুরে আসুন। কে জানে কোথায় আছে আপনার জীবনসঙ্গী বা প্রেমসঙ্গী! দেখুন, পাইলেও পাইতে পারেন অমূল্য রতন। 

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর