Logo
Logo

ফিচার

এই শীতে বিয়ে করছেন? দেখে নিন হবু স্ত্রীর এই বিষয়গুলো

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৮

এই শীতে বিয়ে করছেন? দেখে নিন হবু স্ত্রীর এই বিষয়গুলো

শীতকাল মানেই বিয়ের মৌসুম। এই সময়ে সবচেয়ে বেশি বিয়ে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে একটা শব্দ জনপ্রিয় হয়েছে, সেটা হলো ‘ওয়াইফ মেটিরিয়াল’। আসলে এই ওয়াইফ মেটিরিয়াল বলতে কি বুঝায়?

‘সংসার সুখের হয় রমণীর গুণে’ এমন প্রবাদ বাক্য আমরা প্রতিনিয়ত শুনে থাকি। একটি সংসারের সব দায়িত্ব থাকে একজন নারীর ওপর। মূলত একজন নারী পারে ঘর সামলাতে। তবে সেই নারী যদি সংসারী না হয় তাহলে সেই সংসার হয়ে উঠে নরকের সমতুল্য। তাই বিয়ের পর আফসোস করার থেকে বিয়ের আগেই স্ত্রীর দোষ-গুণ দেখে নেওয়া ভালো। তাহলে ভবিষ্যতে আর চিন্তা থাকে না।

বিবাহিত জীবনে সুখ-শান্তি, সমৃদ্ধি পেতে চাইলে স্ত্রীর বিশেষ কিছু গুণ আছে কি না দেখে নেওয়া উচিত।  

অতিরিক্ত লোভী
ভবিষ্যতে সমস্যা এড়াতে বিয়ের আগেই নিশ্চিত হয়ে নিন, যাকে বিয়ে করতে যাচ্ছেন সে মানুষটি লোভী নাকি? স্বামীর সামর্থ জানার পরও অনেক উচ্চাভিলাষী জীবন-যাপন করতে চাওয়া স্ত্রী কখনোই কারো জন্য কল্যাণকর নয়। কোনো নারী যদি মাত্রাতিরিক্ত লোভী হন, তাহলে বিবাহিত জীবন সুখের হয় না। পরিবারে সুখ-শান্তি নষ্ট হয়ে যায়। এই কারণে যে নারীকে বিয়ে করবেন, তিনি লোভী কি না, সে বিষয়ে নিশ্চিত হয়ে নিন।

হবু স্ত্রী কি অযথা টাকা খরচ করেন
বিয়ের আগে নিশ্চিত হয়ে নিন অযথা টাকা খরচের অভ্যাস আছে নাকি। এখন বেশিরভাগ নারী চাকরি বা ব্যবসা করেন। ফলে টাকা রোজগার করতে হলে কতটা পরিশ্রম করতে হয় তারা জানেন। তা সত্ত্বেও অনেক নারীই অযথা টাকা খরচ করেন। এই ধরনের নারী বিয়ে করলে সমস্যা হতে পারে। তাই সাবধান। 

পরিবারের সাথে মানিয়ে চলার ক্ষমতা
এই যুগে এসেও অনেক বিবাহিত দম্পতি পরিবারের সাথে থাকেন। অনেক সময় তাদের সাথে ভাই-বোনও থাকেন। যৌথ পরিবারে যারা স্ত্রী রাখার চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন তাদের হবু স্ত্রী যেন সবার সাথে মানিয়ে নিয়ে চলতে পারে। তাহলে ভবিষ্যতে পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।

অতিরিক্ত রাগী নারী
কোনো নারীর মধ্যে অতিরিক্ত রাগ থাকলে বিবাহিত জীবনে সমস্যা হতে পারে। মাত্রাতিরিক্ত রাগ বয়ে আনতে পারে সংসারে ঝামেলা। বিয়ের পর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে সমস্যা হতে পারে।

টিএ/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর