Logo

ফিচার

নতুন বছরে প্রেমসঙ্গীকে কী লিখে বার্তা পাঠাবেন?

Icon

ফিচার ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৮:০৭

নতুন বছরে প্রেমসঙ্গীকে কী লিখে বার্তা পাঠাবেন?

নতুন বছরের প্রথম দিনটি এমন একটা সময় যখন আমরা প্রিয়জনদের সঙ্গে এক জায়গায় জড়ো হই। ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে দিনটির শুরু হয় কিন্তু শুভেচ্ছা জানিয়েই। বছরের শুরুর দিনটা প্রিয়জনের চমৎকার কোনো বার্তা পেলে মন ভালো হয়ে যাবে নিমিষেই। সুতরাং কী লিখে পাঠাবেন প্রেমসঙ্গীকে?

আসুন জেনে নিই নতুন বছরের সেই ক্ষুদে বার্তায় কী লিখতে হবে: 

১. ‘কত সম্ভবনা, কত আশা, কত স্বপ্ন নিয়ে আসছে ২০২৫। সেই সম্ভবনা আর আশার হাত ধরেই আমাদের নতুন বছরের যাত্রা শুরু হোক। হ্যাপি নিউ ইয়ার ২০২৫।’

২. ‘নতুন সুযোগ নিয়ে আসে নতুন বছর। পুরনো কষ্ট ভুলে তাই আরও একবার উঠে দাঁড়াও বন্ধু। আমি জানি, তুমি পারবেই! জেনে রেখো, সুযোগ বারবার আসে না। বছরের এই শুরুর সময়টা নিজেকে বদলে নেওয়ার প্রতিজ্ঞা দিয়ে শুরু হোক। হ্যাপি নিউ ইয়ার ২০২৫।’

৩. ‘অবশেষে পেরিয়ে এলাম আরেকটা বছর। অনেক পেলাম, অনেক হারালাম। তবে নতুন বছরটাই সবচেয়ে বড় পাওয়া। হ্যাপি নিউ ইয়ার ২০২৫।’

৪. ‘নতুন বছর মানে নতুন করে অনেক কিছু করার সুযোগ। সেই সুযোগ যেন আমরা না হারাই। আসো, এই প্রতিজ্ঞা করি। হ্যাপি নিউ ইয়ার ২০২৫।’

৫. ‘দেখতে দেখতে আরও একটা নতুন বছর চলে এলো। আর নতুন বছর মানেই আমাদের কাছে একরাশ আনন্দ। চলো, নতুন করে বাঁচা যাক। হ্যাপি নিউ ইয়ার ২০২৫।’

৬. ‘তোমার ও তোমার পরিবারের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। এই বছরটা আরও সুন্দর করে কাটুক। হ্যাপি নিউ ইয়ার ২০২৫।’

৭. ‘নতুন বছরের তোমার পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করো। সুখে শান্তিতে থাকো আগামী দিনগুলো। এটাই কামনা করি। হ্যাপি নিউ ইয়ার ২০২৫।’

৮. ‘নতুন বছর তোমাদের জীবনে সুখ-সমৃদ্ধি নিয়ে আসুক। এটাই সবসময় কামনা করি। বাধা-বিপত্তি জীবনের অঙ্গ। সেগুলো যেন পেরিয়ে যেতে পারো, সেটাই চাই। হ্যাপি নিউ ইয়ার ২০২৫।’

৯. ‘তোমার ও তোমার পরিবারের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এমনটাই হাসিখুশি থাকো বছরের পর বছর। হ্যাপি নিউ ইয়ার ২০২৫।’

১০. ‘আবার চলে এলো একটা নতুন বছর। গত বছরের সব দুঃখ-কষ্ট ভুলে যাও। ভালো থাকো তোমার প্রিয়জনদের নিয়ে। এটাই কামনা করি। হ্যাপি নিউ ইয়ার ২০২৫।’

১১. ‘নতুন দিনের সূর্য উঁকি দিচ্ছে পূর্ব আকাশে। বাতাসে ভেসে বেড়াচ্ছে অজানা কোনো আনন্দ। এত সব নতুনের ভিড়ে পুরনো এই বন্ধুর পক্ষ থেকে নিয়ো একরাশ ভালোবাসা। নতুন বছরের প্রতিটি দিন হোক সফলতার, আনন্দের। হ্যাপি নিউ ইয়ার ২০২৫।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর